শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

ভারতে পাচারকালে ৫ স্বর্ণের বারসহ আটক একজন

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২১ বার পড়া হয়েছে

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত পথে ভারতে পাচারের সময় পাঁচ স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। সোমবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার বিদ্যাবাগীশ সীমান্ত থেকে ওই যুবক‌কে আটক করা হয়।

আটক যুবকের নাম শহিদুল ইসলাম (৫২)। তিনি উপজেলার অনন্তপুর গ্রামের সফর উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দি‌য়ে থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

গংগারহাট বিজিবির হাবিলদার আব্দুল মালেক জানান, সোমবার সকালে উপজেলার গংগাহাট বিওপি ক‌্যাম্প থেকে উত্তর দি‌কে সদর ইউনিয়নের বিদ্যাবাগীশ সীমান্তে আন্তর্জাতিক পিলার ৯৩৭ এর পাশ দিয়ে মোটরসাই‌কেলযো‌গে যাওয়ার সময় শ‌হিদুল‌কে আটক করা হয়। প‌রে তা‌কে তল্লাশি ক‌রে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের বার ভার‌তে পাচারের উদ্দেশ্যে সীমান্তে নি‌য়ে যাওয়া হচ্ছিল।

বি‌জি‌বি জানায়, উদ্ধার স্বর্ণের ওজন প্রায় ৪৮ ভরি। যার আনুমানিক মূল্য প্রায় ৬৬ লাখ ৭৭ হাজার টাকা। আটক শ‌হিদু‌লের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দি‌য়ে থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান বলেন, মামলা হয়ে‌ছে। উদ্ধার স্বর্ণ ট্রেজারিতে জমার উদ্দেশ্যে আদালতে পাঠা‌নো হ‌য়ে‌ছে। আসামিকে মঙ্গলবার আদালতে পাঠা‌নো হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ