মোঃকামরুজ্জামান সম্পদ
বগুড়া পৌরসভার ১৭নং ওয়ার্ডের আওতাধীন জাতীয়তাবাদী দল বিএনপি বারপুর আঞ্চলিক বন্দর কমিটি গঠন ও পরিচিত সভা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে উক্ত পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সদ্য বিদায়ী কাউন্সিলর ইকবাল হোসেন রাজু।নয়া কমিটিতে সভাপতি হিসেবে ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ জনি ও সাংগঠনিক সম্পাদক নিলু, সিনিয়র সহ-সভাপতি রন্জু সোনারসহ ৬১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান স্বাধীন, সাংগঠনিক সম্পাদক মাফুজার রহমান, সহ সভাপতি আবু হেলাল,মাহফুজার রহমান।
আরোও উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রেজাউল করিম, সুজন, নুরনবী,চাঁন মিয়াসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার সহযোগিরা দেশের বিভিন্ন দপ্তরে কাজ করছে এবং সেই সাথে তার দোসরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবাইকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।
জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারন করে যে কোন সমস্যা ও ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান।