উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে (৩০ সেপ্টেম্বর) সোমবার সকালে ৪ ব্যক্তিকে গ্রেফতার করে থানা পুলিশ। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমানের দিক নির্দেশনায় থানা পুলিশের একটি বিশেষ টিম তাদের গ্রেপ্তার করে। পরে তাদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেন ভ্রামম্যান আদালত।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হল উপজেলার কুকরাইল গ্রামের মফিজের ছেলে আলমগীর হোসেন (২৫), বানিসর গ্রামের শরিফ খলিফার ছেলে খোরশেদ (৪৫),ময়েজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩৫), ও বাছের মোল্যার ছেলে জিয়ারুল ইসলাম (৩৫)। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সবাইকে ৪৫ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।
নওগাঁ #