বাবুল রানা নিজস্ব প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল
ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিজেপি নিতা নিতেশ নারায়ণ সমর্থন করার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে ছাত্র সমাজ ও সর্বস্তরের মুসল্লীদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর)বিকেলে মধুপুর রানী ভবানী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে মধুপুর বাসস্ট্যান্ডের নতুন ব্রীজের উপর এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, হযরত মাওলানা মুফতী রুহুল আমিন, হযরত মাওলানা মোস্তফা কামাল, হজরত মাওলানা হাফিজুর রহমান, হজরত মাওলানা আঃ আজিজ, হযরত মাওলানা রেজওয়ান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সবুজ প্রমুখ।
সমাবেশে বক্তারা ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারীদের অতিদ্রুত গ্রেফতার করে ফাঁসি কার্ষকরের দাবি জানান।
বাবুল রানা
মধুপুর টাঙ্গাইল