মোঃ আরিফুল ইসলাম
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সকাল আনুমানিক ১১:৪৫ এর সময় তার নিজ কার্যালয় ফিলিপনগর ইউনিয়ন পরিষদে ঢুকে অস্ত্রধারী একদল সন্ত্রাসী তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে।
স্থানীয়রা জানান চেয়ারম্যান সেন্টু প্রতিদিনের ন্যায় আজকেও উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কর্মব্যস্ত ছিলেন।
এ সময় অজ্ঞাত ৫-৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী পরিষদ কার্যালয় ঢুকে এবং সেন্টুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে,এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান এই খুনের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এই খুনের ঘটনাকে কেন্দ্র করে কিছু ঘরবাড়িতেও আগুন লাগানো হয়েছে,এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।