চট্টগ্রাম প্রতিনিধি
মো:ওমর ফারুক রকি
চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুটে নির্মিত হবে নতুন ফেরিঘাট। এই ফেরিঘাটের স্থান নির্বাচনে রোববার সরেজমিন সাগর উপকূল পরিদর্শন করেছে বিআইডব্লিউটিএর বিশেষজ্ঞ দল। দিনভর তারা সম্ভাব্য স্থানগুলো ঘুরে দেখে। এই রুটে শিগগির ফেরি চলাচল শুরু করার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করে তারা। এ সময় বিশেষজ্ঞ দলকে তথ্য দিয়ে সহায়তা করেন বিএনপি নেতা মিজানুর রহমান ভূঁইয়ার পাঠানো প্রতিনিধি দল।
সন্দ্বীপে যাতায়াতের একমাত্র মাধ্যম নদীপথ। আগের সরকার চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে জেটিসহ নানা উন্নয়নকাজ করলেও তা টেকসই হয়নি বলে জানিয়েছেন যাতায়াতকারীরা। এতে দুর্ভোগ থেকে মুক্তি মেলেনি দ্বীপবাসীর। ভোগান্তি লাঘবে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশে বিশেষজ্ঞ দলটি সাগর উপকূলে পরিদর্শনে যায়। দলের নেতৃত্বে ছিলেন বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন ও মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পাল। বিশেষজ্ঞরা তিনটি স্পিডবোটে করে সন্দ্বীপ ও সীতাকুণ্ডের সাগর উপকূলের বিভিন্ন স্থান ঘুরে দেখেন।
আরিফ উদ্দিন বলেন, সাগর উপকূলের সন্দ্বীপ চ্যানেলে হবে ইকো পোর্ট। সন্দ্বীপ ও সীতাকুণ্ডের পৃথক স্থানে নির্মিত হবে নতুন ফেরিঘাট। দ্বীপ উপজেলা সন্দ্বীপ নিয়ে বৃহত্তর কর্মপরিকল্পনা রয়েছে আমাদের।