নাজমুল হাসান স্টাফ রিপোর্টার যশোর :
যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সাদিপুর সীমান্তের মাঠপাড়া এলাকায় অস্ত্র কেনা-বেচা চলছে।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিত টের পেয়ে অস্ত্র কারবারিরা কৌশলে পালিয়ে যায়।
আটককৃত দেশি পিস্তল ও গুলি বেনাপোল পর থানায় মামলা দায়ের এর মাধ্যমে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি পক্ষ থেকে জানা গেছে জানা গেছে।