মো: সালাম রাব্বানী
বিরল, দিনাজপুর
বাঁধন রক্তদাতাদের সংগঠন দিনাজপুর সরকারি কলেজ ইউনিট, রংপুর জোন, আজ ২৯ সেপ্টেম্বর ২০২৪ থেকে পাঁচ দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করছে।
এই কার্যক্রমের মাধ্যমে স্বেচ্ছাসেবকরা কলেজের সকল শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করবেন। কর্মসূচিটি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে।
স্বেচ্ছাসেবকরা শুধু রক্তের গ্রুপ চিহ্নিত করার দায়িত্ব পালন করেন না, তারা স্বেচ্ছায় রক্তদান করতেও উৎসাহিত করেন এবং রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়ান।
কলেজের সকল শিক্ষার্থীদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে। আসুন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করি এবং রক্তদানে সচেষ্ট হই।