মধু রাম রায়ের, স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জ নীলফামারী।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে গতকাল নীলফামারী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এক বিশেষ ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় কুরআন তেলাওয়াত, হামদ-নাত, ও ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয়। নীলফামারী জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ইসলামিক সাংস্কৃতিক সংগঠনগুলো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
আয়োজকরা জানান, বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন এবং শহীদদের আত্মত্যাগের গুরুত্ব নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই ধরনের আয়োজন। তারা আরও বলেন, এ ধরনের আয়োজন সমাজের মানুষকে নৈতিকতার প্রতি উদ্বুদ্ধ করবে এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনে সহায়ক হবে।
অনুষ্ঠানে নীলফামারীর বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, ছাত্র এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।