বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুর উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির উদ্যোগে মেধা বৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় মধুপুর জেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির আয়োজনে এ মেধা বৃত্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কিন্ডারগার্টেন সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত লে.কর্ণেল মো. আসাদুল ইসলাম আজাদ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ইসলামিক কমিউনিটি এসোসিয়েশনের সমাজ কল্যান সম্পাদক অধ্যাপক ড. মোজাম্মেল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানা অফিসার ইনচার্জ এমরানুল কবির, উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম খান, মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রুনা লায়লা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রমজান আলী, আর,এ, কে, সিরামিক প্রোডাকশন বি,সি,এল এর ইনচার্জ মো.খোরশেদ আলম খান, আল হিদায়া হজ্জ কাফেলা চেয়ারম্যান সাংবাদিক আমিনুল ইসলাম মারুফী প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সৃজন একাডেমী স্কুলের প্রধান শিক্ষক মো. নাজমুল ইসলাম।
বাবুল রানা
মধুপুর টাঙ্গাইল