মধুরাম রায়
স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জ নীলফামারী
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ৭ নং রাঃ ইউনিয়নের সোনাকুলি গ্রামে কৃষি সম্প্রসারণ বিএস মোহাম্মদ হাবিবুর রহমানের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ নাইট ট্যাব আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল ধানক্ষেতে থাকা উপকারী ও ক্ষতিকারক পোকা সম্পর্কে কৃষকদের সচেতন করে তোলা, যাতে তারা ফসলের সঠিক যত্ন নিতে পারে এবং উৎপাদন বৃদ্ধি করতে পারে।
অনুষ্ঠানে মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত কৃষকদের কাছে উপকারী পোকা এবং ক্ষতিকারক পোকা সনাক্ত করার পদ্ধতি এবং তাদের কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ধানক্ষেতে কিছু পোকা যেমন— ফড়িং ও গুবরে পোকা—ফসলের ক্ষতি না করে বরং উপকারী হিসেবে কাজ করে। এগুলো ক্ষতিকারক পোকা নিয়ন্ত্রণ করতে সহায়ক। তবে কিছু পোকা যেমন ধানের মাজরা পোকা এবং পাতা মোড়ানো পোকা—ফসলের ব্যাপক ক্ষতি করতে পারে। তাই এই ক্ষতিকারক পোকাগুলোর সঠিক সময়ে প্রতিরোধ করা জরুরি।
কৃষকরা এই আয়োজন থেকে নতুন তথ্য ও দিকনির্দেশনা পেয়ে অনেক উপকৃত হন। তারা জানিয়েছেন, নাইট ট্যাবের মাধ্যমে প্রদর্শিত ভিজ্যুয়াল উপস্থাপনা ও বাস্তব উদাহরণ তাদের জন্য অত্যন্ত সহায়ক ছিল। এর মাধ্যমে তারা সহজেই পোকাগুলোর কার্যক্রম বুঝতে পেরেছেন এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে জ্ঞান অর্জন করেছেন।
মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, “কৃষকদের সচেতনতা বৃদ্ধি আমাদের কৃষির অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোকা সম্পর্কিত সঠিক জ্ঞান ও ব্যবস্থাপনা না জানার কারণে অনেক সময় কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। তাই এই ধরনের আয়োজনের মাধ্যমে আমরা তাদের আধুনিক কৃষি জ্ঞান প্রদান করার চেষ্টা করছি।”
আয়োজন শেষে, কৃষকদের ধানক্ষেতে পোকা দমন এবং ফসলের সুরক্ষায় ব্যবহারযোগ্য কিছু প্রাকৃতিক ও বায়োলজিকাল পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।