মো:রমিজ আলী,
সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের দেলিপাড়া এলাকায় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার কুমিরা ইউনিয়ন এর দেলিপাড়া চৌধুরী হাউজিং এর মাঠে দেলিপাড়া যুর ও ছাত্র সমাজের আয়োজনে বিকাল ৩টার দিকে এই টুর্নামেন্ট এর ফাইনাল খেলার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষা অনুরাগী অত্র এলাকার কৃতিসন্তান মো.পলাশ।তিনি বলেন,,খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে আমরা একটি সুস্থ ও সুন্দর জাতি পেতে পারি।
মাদক ও মোবাইল আসক্তি থেকে আমাদের তরুণ প্রজন্মকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার প্রতি মনোনিবেশ দিতে হবে। সামাজিক সম্প্রতি বজায় রাখতেও ত্রীড়ার বিকল্প নেই।
এতে আরও উপস্থিত ছিলেন,অত্র এলাকার কৃতিসন্তান মো.আলমগীর হোসেন, মো.রিকেন,মো.সোহাগ, মো.সোহেল,মো.আলা উদ্দিন, শাকিল,মো.রনি,মো.জুয়েল,মো.শুভ,মো. কাজী সুমন,শহীদ, মো. বাবরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় দুই টিমের মধ্যেই চরম উত্তোজনক ভাবে শহীদ আবু সাঈদ টিম আর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান টিমে খেলা হয়। ৯০ মিনিট খেলা শেষে শহীদ আবু সাঈদ টিম, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান টিম কে ১- ০ গোলে পরাজিত করে। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন শহীদ আবু সাঈদ টিম ও রানারআপ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।এই দুইটি দলকে ট্রপি প্রদান করেন।