সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা অবিস্মরণীয়-মোঃ তানজিল সরদার

রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

রিপোর্টার

মানব সেবাই সবচেয়ে বড় ইবাদত। মানুষের মাঝেই আল্লাহ বিরাজমান উল্লেখ্য করে রাহাত হোসেন তানজিল সরদার এক সাক্ষাৎকালে বলে নামাজ, রোজা, হজ্ব, যাকাত সকল কিছু পালন করলে মানুষের হক সবার আগে আদায় করতে হয়। শুক্রবার জুম্মাবার দিনে নাসিক ২৪ নং ওর্য়াড বন্দরের কামাল উদ্দিনের মোড় এলাকার মোহাম্মদ গোলাম হোসেন সরদারের ছেলে সুতার ব্যবসায়ী রাহাত হোসেন তানজিল সরদার আরো বলেন, আল্লাহ তাহালা পৃথিবীতে ৮৪ লক্ষ জীব-প্রানী সৃষ্টি করেছে। তবে শুধু মাত্র মানুষই টাকা উপার্জন করতে পারে। মানুষের উপার্জনের অর্থের উপর সৃষ্টিকূলের বাকি সকলের অধিকার আছে। মানুষের সেবা করে পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালে শান্তি পাব।

আবার কিছু দায় দায়িত্ব রয়েছে, যা আমাদের সময়ের সাথে এবং আমাদের শতাব্দীর সাথে সম্পৃক্ত। যার ফলে এ বিষয়ে একান্তভাবে আলোচনা করা আমাদের কর্তব্যও বটে। আমাদের যুবসমাজই আগামীর সুন্দর ভবিষ্যৎ বিনির্মাতা এবং সুন্দর পৃথিবী গড়ার কারিগর। তাই বিষয়টি সম্পর্কে বিশদ আলোচনার অবকাশ রয়েছে। যুবকগণ তাদের জীবনের সকল প্রকার ইচ্ছা ও চাওয়া পাওয়ার অন্তর্বর্তীকালে অবস্থান করায় তাদের মধ্যে এক উপচে পড়া শক্তি এবং বিপ্লবের প্রাণশক্তি দেখা যায়। দুপুরের সময় সূর্য যখন মধ্য আকাশে অবস্থান করে, তখন সূর্য সবচেয়ে বেশি গরম ও শক্তিশালী হয়ে ওঠে। তেমনিভাবে যুবকগণও তাদের যৌবনের এ প্রারম্ভকালে জীবনের সবচেয়ে বিপ্লবী সময়কাল অতিবাহিত করেন।
বর্তমানে নারায়ণগঞ্জের সুতা ও থান কাপড় ব্যবসায়ী তানজিল সরদার একজন তরুন সমাজ সেবক ও ক্রীড়াপ্রেমী।

২০০৯ সালে দাখিল পাস নবীগঞ্জ ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা হতে। ২০১১ সালে আলিম পাস নবীগঞ্জ ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা। শাহী মসজিদ ইসলামীয়া ফাজিল মাদ্রাসা থেকে ২০১৬ সালে ফাজিল পাস করে। লেখাপড়া শেষ করে ব্যবসায় মনোবিশারদ করেন। নারায়ণগঞ্জ টানবাজার সুতা ও থান কাপড় ব্যবসায়ী তানজিল সরদার সমাজের উন্নয়নে নিজেকে ব্যস্ত রাখতে চায়। নাসিক ২৪ নং ওর্য়াডবাসীর পাশাপাশি দেশ ও সমাজের কল্যানে কাজ করতে সকলের দোয়া ও ভালবাসা কামনা করেছেন। আল্লাহ তাহালা তার দেহ যতদিন পর্যন্ত সুস্থ ও স্বাভাবিক রাখবে ততদিন মানব কল্যানে নিজেকে বিলিয়ে দেয়ার প্রত্যায় ব্যাক্ত করেন তরুন সমাজ সেবক ও ক্রীড়াপ্রেমী তানজিল সরদার।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ