মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী :
রাজশাহীর মোহনপুর উপজেলায় পূর্ব শত্রুতা ও দলীয় মত বিরোধে কথা কাটাকাটির জের ধরে আ’লীগ কর্মীর হাসুয়ার কোপে স্বেচ্ছাসেবক দল সহ- সভাপতি নিহত হয়েছে।
নিহত সাদ্দাম হোসেন (৩০) উপজেলার
ধুরইল বড় পালশা গ্রামের আব্দুস সামাদ এর ছেলে। সে ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি। তার বড় ভাই গুরুতর আহত বুলবুল হোসেন (৪০) ধুরইল ইউপি কৃষকদলের সদস্য।
আসামি একছার আলী (৪০) একই গ্রামের আয়েজ উদ্দিন মন্ডলের ছেলে।
২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে ধুরইল ইউপি’র বড় পালশা গ্রামে খুনের এ নৃসংশ ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, আ’লী ও বিএনপি দলীয় বিষয় নিয়ে কথা কাটাকাটিকে কেন্দ্র করে আ’লীগ কর্মী একছার আলী বুলবুল হোসেনের শরীরের তিনটি স্থানে হাসুয়া দিয়ে কোপ মারে গুরুতর রক্তাক্ত জখম করে। বড় ভাই বুলবুলকে বাঁচাতে এগিয়ে আসেন ছোট ভাই সাদ্দাম হোসেন। এসময় আ’লীগ কর্মী একছার আলী তার হাতে থাকা হাসুয়া দিয়ে সাদ্দামের বুকের বাম পাশে কোপ দিলে রক্তাক্ত ক্ষতবিক্ষত হয় এবং দ্বিতীয় কোপ দিলে বাম হাতের কব্জি কেটে যায় সাদ্দাম মাটিতে লুটিয়ে পড়ে।
এসময় তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং গুরুতর জখম অবস্থায় সাদ্দাম ও বুলবুলকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদ্দাম হোসেনকে মৃত ঘোষণা করেন। বড়ভাই বুলবুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
খবর পেয়ে মোহনপুর থানা কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগকর্মী একছার আলীকে আটক করেন। এসময় পুলিশ আসামীর নিকট থেকে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা হাসুয়া ও লোহার পাতি উদ্ধার করেন।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান জানান, রাজনৈতিক মত বিরোধের জেরে নিহত সাদ্দামকে খুনের ঘটনায় আ”লীগ কর্মী একছার আলীকে আটক করেছে পুলিশ। থানায় মামলা হলে লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি সাদ্দাম হোসেনকে নৃশংস ভাবে খুনের ঘটনায় জাতীয়তাবাদী বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সহ পূর্ণবাসন বিষয়ক সম্পাদক এ্যাড শফিকুল হক মিলন,স্বেচ্ছাসেবক দল-কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক আহবায়ক মোঃ মাসুদুর রহমান লিটন ও সদস্য সচিব মো:শাহরিয়ার আমিন বিপুল পৃথক পৃথক বিবৃতিতে বলেছেন, আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের পতনের পর দেশেনানান ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রকারিরা দেশে অচলাবস্থা সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে। সেকারণে স্বেচ্ছাসেবকদল ওয়ার্ড শাখার সহ-সভাপতি সাদ্দাম হোসেন এর ওপর নৃশংস হামলা চালিয়ে তাকে নির্দয়ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করতে না পারলে ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত বিজয় হুমকির সম্মুক্ষিণ হবে। ” সাদ্দাম হোসেনকে হত্যাকারী দুস্কৃতিকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানিয়ে এবং নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা
সহ পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।