মো:রমিজ আলী,
সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি:
ভারতে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সীতাকুণ্ড উপজেলার কুমিরা বাস স্ট্যান্ড সীতাকুণ্ড ওলামা পরির্ষদ এবং কুমিরা ছাত্র সমাজের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন- সীতাকুণ্ড ওলামা পরির্ষদ,কুমিরা ছাত্র সমাজ এবং শত শত সাধারণ মুসলিম জনতা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সীতাকুণ্ড ওলাম পরির্ষদ,কুমিরা ছাত্র সমাজ, সাধারণ মুসলিম জনতা ভারতে হিন্দু পন্ডিত ও বিজেপি নেতা হযরত মোহাম্মদ (সঃ)-কে নিয়ে কটুক্তি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।এই প্রতিবাদি বিক্ষোভ মিছিল ছোট বাস স্ট্যান্ড থেকে শুরু করে গুল আহমদ এসে এই প্রতিবাদি বিক্ষোভ মিছিল শেষ হয়।
তারা বলেন, হযরত মুহাম্মদ (সঃ) নিয়ে যারা কটুক্তি করে তারা সারা মুসলিম উম্মার দুশমন। পৃথিবীর মুসলিমরা তাদের গায়ে একবিন্দু রক্ত থাকতে এই অপমান সহ্য করবে না।নারায়ে তাকবীর আল্লাহু আকবার,রাসূলের দুশমনেরা হুসিয়ার সাবধান,বিশ্বের মুসলিম।
এক হও লড়াই করো, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান,বিশ্ব নবীর সম্মান
দিতে পারি জীবন প্রাণ।এই ধরনের স্লোগানে মুখরিত হয় এই প্রতিবাদি বিক্ষোভ মিছিল।তারা ভারতীয় পন্ডিত ও বিজেপি নেতার এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য মুসলিম উম্মার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তা-না হলে এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য ভারতকে চরম মূল্য দিতে হবে। তারা ভারতীয় পণ্য বর্জনের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।