বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক আইন শৃঙ্খলার কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেনের সভাপতিত্ব এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর মধুপুর ক্যাম্পের ক্যাপ্টেন মাইদুল ইসলাম, সহকারী কমিশনার( ভূমি) রিফাত আনজুম পিয়া,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, সুধীসমাজ ও সাংবাদিকবৃন্দ।
এবারের আলোচনায় বাল্যবিবাহ ও ডিভোর্স রোধ, মাদক নির্মূল, শিশুখাদ্যে তদারকি ও যানজট নিরসন সহ ফুটপাত দখল নিয়ে আলোচনা ও এর সমাধান বিষয়ে পর্ষালোচনা করা হয়।
এ সকল সমস্যা গুলো পর্ষায়ক্রমে সমাধান করা হবে বলে জানান প্রশাসনিক কর্মকর্তাগন।
বাবুল রানা
মধুপুর টাঙ্গাইল