বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুরে আসন্ন শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক জুবায়ের হোসেনের সভাপতিত্বে এ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর মধুপুর ক্যাম্পের ক্যাপ্টেন মাইদুল ইসলাম, সহকারী কমিশনার( ভূমি) রিফাত আনজুম পিয়া,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক, পুজা কমিটির সদস্যবৃন্দ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
বাবুল রানা
মধুপুর টাঙ্গাইল