সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

নেত্রকোনায় যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ

সাগর আহমেদ জজ,, নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

সাগর আহমেদ জজ,,
নেত্রকোনা প্রতিনিধি

স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় ও আস্থা প্রকল্পের আয়োজনে নেত্রকোনা স্বাবলম্বী উন্নয়ন সমিতির ড্রিম সেন্টারে (২৪-২৬ সেপ্টেম্বর) তিন‌ দিনব্যা‌পি সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনায় পূর্বধলা উপজেলা যুব ফোরামের ৩০ জন সদস্যদের নিয়ে এই প্র‌শিক্ষ‌ন অনু‌ষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সমাপনী অনুষ্ঠানে স্বাবলম্বী উন্নয়ন সমিতির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল ও জেলা নাগরিক ফোরামের আহবায়ক হারাধন সাহা প্রশিক্ষনার্থীদেরকে সার্টিফিকেট প্রদান করেন।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর খালেদ এহতেশাম, মনিটরিং অফিসার অনন্যা জ্যোতি, জেলা সমন্বয়কারী সাবিনা ইয়াছমিন, মাঠ কর্মকর্তা ঝলক সরকার।
এই প্রশিক্ষণের মাধ্যমে যুব ফোরামের সদস্যরা জীবনের নানা পরিস্থিতি মোকাবেলা, জীবন মান উন্নত করা, মানসিক শক্তি দৃঢ় করা, সমস্যার যথাযথ সমাধান খুঁজে পাওয়ার মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটাবে এবং সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে ভূমিকা রাখবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ