বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুরে “সুদমুক্ত ক্ষুদ্র ঋণ ঘোচায় দারিদ্র, আনে সুদিন” এ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রম গতিশীলতা আনয়ন শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
মধুপুর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) সকালে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মোস্তফা হোসাইন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর থানা অফিসার ইনচার্জ ইমরানুল কবির (ইমরান)।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক মাহবুব – উল- আলম খান নবীশ, সহকারী পরিচালক মিজানুর রহমান, জেলা রেজিষ্ট্রার কর্মকর্তা আসাদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা প্রমুখ। এসময় মধুপুর উপজেলা সমাজসেবা অফিসের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, সুধীমহল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ঋণ গ্রহীতাগন উপস্থিত ছিলেন।
বাবুল রানা
মধুপুর টাঙ্গাইল