মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম
চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয় থেকে তাকে কড়া নিরাপত্তায় কারাগারে নেয়া হয়।
গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর), আদালত তার বিরুদ্ধে ২০১৯ সালের মনিরিয়া যুব তাবলীগ কমিটির কার্যালয় ও হেফাজতখানা ভাঙচুর মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও একই দিন আরও চারটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
এর আগে, গত ১২ সেপ্টেম্বর ফজলে করিমকে আখাউড়া সীমান্ত থেকে আটক করে বিজিবি, যখন তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।