স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার নবীগঞ্জ বাস স্ট্যান্ড এলাকার ইয়াসিন আলভী(২২)র স্ত্রী গৃহবধূ মিনারা আক্তার (১৯) পরকীয়া প্রেমের জেরে আনুমানিক ১৩ লক্ষ টাকার স্বর্নালংকার নিয়ে উধাও অতঃপর গ্রেফতার।
উল্লেখ্য গত ২২/০৫/২০২৩ ইং তারিখে বন্দর থানার নবীগঞ্জ বাস স্ট্যান্ড এলাকার বশির আহম্মেদ এর ছেলে ইয়াসিন আলভী(২২) এর সাথে নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার মোঃ ছলিম মিয়ার মেয়ে মিনারা আক্তার (১৯) এর ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
এরপর বেশকিছু দিন ইয়াসিন আলভী এবং মিনারা আক্তারের দাম্পত্য জীবন সুখের ছিলো। কিন্তু বিধিবাম মিনারা আক্তার উশৃঙ্খল ও বেপরোয়াভাবে চলতে শুরু করে এবং জনৈক এক অবিবাহিত পুরুষের সাথে পরকীয়া প্রেমে জরিয়ে পরে। উক্ত পরকীয়ার ঘটনা নিয়ে উভয় পক্ষের পরিবারের মধ্যে বহু তিক্ত ঘটনার উদ্ভবও হয়েছিল।ঐসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় গৃহবধূ মিনারা আক্তার সকল অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে পুনঃরায় সংসার শুরু করেছিল। পরবর্তীতে আবার মিনারা আক্তার অজ্ঞাত ব্যক্তির সাথে পরকিয়া প্রেমে আসক্ত হইয়া পড়ে। একাধিক ফেইসবুক, টিকটক, ইমো আইডি ব্যবহার করে দেশে বিদেশে ভিডিও কলে অসামাজিক কাজেও লিপ্ত হয়।এতে উভয় পরিবারের লোকজন মিনারা আক্তারকে এই ব্যাপারে বারবার বুঝানোর চেষ্টা করলেও তাকে বিরত রাখতে পারে নাই।
পারিবারিক সূত্রে ভুক্তভোগী ইয়াসিন আলভী জানান, এব্যাপারে মিনারা আক্তারের বাবা-মা কে বললে তার মা ময়না আক্তার (৫০) এবং বোন সোনালী (২৭) অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি ধামকি দেয়।
এরই ধারাবাহিকতায় গত ১৩/০৪/২০২৪ ইং তারিখ আনুমানিক সকাল ৯(নয়) টার সময় মিনারা আক্তার তার স্বামী ইয়াসিন আলভী’র বাসা থেকে অজ্ঞাতে ও-অজান্তে অতি গোপনে ১টি স্বর্নের শীতা হার, স্বর্নের ০১ জোড়া কানের দুল, ০১টি স্বর্নের চেইন, ১ জোড়া স্বর্নের হাতের বালা, ১টি স্বর্নের টিকলী সর্ব মোট ১২ ভরি স্বর্নালংকার যাহার আনুমানিক মূল্য ১৩,০০,০০০/- (তের লক্ষ) টাকা নিয়ে মিনারা আক্তার তার বাবার বাড়ি নোয়াদ্দা (খনকার বাড়ীর পুল সংলগ্ন ),নবীগঞ্জ এলাকায় চলে যায়।
এব্যাপারে খতিগ্রস্ত স্বামী ইয়াসিন আলভী বাদী হয়ে বন্দর থানায় গত ১৪/০৭/২০২৪খ্রিঃ একটি মামলা দায়ের করেন। এতে মামলার আসামী করা হয় মিনারা আক্তার,পিতাঃ মোঃ ছলিম (১৯),তার মা ময়না আক্তার(৫০),স্বামীঃ মোঃছলিম এবং তার বড়ো বোন সোনালী (২৭),পিতাঃ মোঃ ছলিম।
মামলার প্রেক্ষাপটে গতকাল ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বন্দর থানার এস আই ওবায়দুর রহমান ফোর্স নিয়ে আসামী মিনারা আক্তারকে তার বাবার বাড়ি নবীগঞ্জ নোয়াদ্দা এলাকা থেকে গ্রেফতার করেন।