মো: তানজিম হোসেন, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় শিক্ষার্থীদের ওপর হামলা, চাঁদাবাজি, এবং হত্যাচেষ্টার অভিযোগে সাবেক এমপি এস এম আল মামুনসহ ৭৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আজিজুল হাকিম সায়াত এ মামলাটি দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট আসামিরা পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের মিছিলে বাধা দেয় এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এস এম আল মামুনের নির্দেশে আসামিরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং হত্যার চেষ্টা করে। আদালত মামলাটি গ্রহণ করে সিআইডি চট্টগ্রামকে তদন্তের দায়িত্ব দিয়েছে।