মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ
জয়পুরহাট জেলা শহরে রেলওয়ের জায়গাতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে রেলগেট এলাকার পূর্বপাশের অংশে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের ঈশ্বরদী-পাকশী জোনের ভূসম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম, জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, রেলওয়ের অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টা থেকে জয়পুরহাট শহরের রেলগেট এলাকার পূর্বপাশের উত্তর দিকের অংশে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালান রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সেখানে কমিউনিস্ট পার্টির অফিস, ছাত্র ইউনিয়নের জেলা অফিসও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তারা একটি এক্সেভেটর (ভেকু) দিয়ে রেলওয়ের টিনের ছাউনি ও ইটের তৈরি তৈরি দোকানপাটসহ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেন। অভিযানকালে রেলওয়ের বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত ছিল। তাদের সহযোগিতা করেন রেলওয়ে রোভার স্কাউটের সদস্যরা।
জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, সকাল থেকে শহরের রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। এখানে সরকারি কাজে কোন বাধা যেন না আসে সেটি আমরা দেখবো।
পশ্চিমাঞ্চল রেলওয়ের ঈশ্বরদী-পাকশী জোনের ভূসম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম বলেন, সকাল থেকেই আমরা অভিযান চালাচ্ছি। রেলওয়ের ভূমি উদ্ধার কাজ আমাদের চলমান প্রক্রিয়া। এর মাধ্যমে রেলওয়ের রাজস্ব বৃদ্ধি পাবে। নতুন অন্তবর্তীকালীন সরকারের নির্দেশনা রয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য। এ অভিযান অব্যাহত থাকবে।