শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন

ভারতে দুই বিজেপি নেতার বিচার দাবিতে কুমিরা ছাত্র সমাজ ও সাধারণ মুসল্লীদের বিক্ষোভ মিছিল

মো:রমিজ আলী, সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

মো:রমিজ আলী,
সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:

ইসলাম নিয়ে কটূক্তি করায় এবার বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পদযাত্রা করেছে বাংলাদেশের সাধারণ মুসলিমরা। জানা গেছে, মহারাষ্ট্রের আহমেদনগরে সম্প্রতি মসজিদে ঢুকে মুসলিমদের মারার হুমকি দিয়েছিলেন ভারতের এই ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানে। এর আগে মহানবী (সা.) সম্পর্কে অপত্তিকর মন্তব্য করেছিলেন ‘ধর্মগুরু’ রামগিরি মহারাজ।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১:৩০ মিনিটের সময় সীতাকুণ্ড উপজেলায় কুমিরা ইউনিয়নে যোহরের নামাজের পর কুমিরা ছাত্র সমাজের উদ্যোগে বিশ্ব নবী(সা:) কে অপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে কুমিরা ছাত্র সমাজ ও শত শত সাধারণ মুসল্লীরা। তারা বিজেপি
এমএলএ নিতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের ‘ঘৃণামূলক বক্তব্যের’ বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিল করেছেন।

এই বিক্ষোভ মিছিলটি ছোট
কুমিরা বাজার থেকে শুরু করে
ইলিয়াস পেট্রোল পাম্পে এসে শেষ হয়। এই বিক্ষোভ মিছিলে কুমিরা ছাত্র সমাজ এবং শতশত সাধারণ মুসল্লীদের মুখে ভেসে আসে নারায়ে তাকবীর আল্লাহু আকবার,বিশ্বের মুসলিম
এক হও লড়াই করো,বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান, বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, একশন টু একশন ডাইরেক একশন, ঘেরাও ঘেরাও দূতাবাস ঘেরাও হবে, ফিলিস্তিন আরকান কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরে,ভারতের দূর্গ দখল করব লা-ইলাহা-ইল্লাল্লাহু,শুরু হবে গাজওয়া মোদের
লা-ইলাহা-ইল্লাল্লাহ। এই সব ধ্বনিতে মুখরিত হয় বিক্ষোভ মিছিল।

কুমিরা ছাত্র সমাজ এবং সাধারণ মুসল্লীরা বিশ্ব নবী(সা:) অপত্তিকর মন্তব্যের সুষ্ঠু বিচারের দাবি জানাই। অতিদ্রুত যাতে এদের বিচারের আওতায় আনা হয়,সেই দাবি করেন সাধারণ মুসল্লীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ