বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১২:১০ অপরাহ্ন

শহিদের পরিবারের সাথে বগুরা জেলা প্রশাসক ও শিবগঞ্জ উপজেলা বৈষম্য বিরূধি শিক্ষার্থীদের প্রতিনিধির মতবিনিময় :

সুমাইয়া মোস্তাকিম বগুড়া জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

সুমাইয়া মোস্তাকিম বগুড়া জেলা প্রতিনিধি :

মঙ্গলবার (২৪এ সেপ্টেম্বর) সকাল ১০:৩০ এ বগুড়া জেলায় শিবগঞ্জ উপজেলার শহিদদের পরিবারের সাথে,মতবিনিময় করেন বগুড়া জেলা প্রশাসক( মোছা: হোসনা আফরুজা), শিবগঞ্জ উপজেলা প্রশাসক ও বৈষম্য বিরূধি শিক্ষার্থীদের প্রতিনিধি ।

সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (হোসনা আফরুজা), শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ( মোছা: তহমিনা আক্তার)উপজেলা সহকারি কমিশনার ভুমি( মো: তাসলিমুজ্জামান)শিবগঞ্জ উপজেলা অফিসার ইনচার্জ ( মো: আবদুল হান্নান) বৈষম্য বিরূধি শিক্ষার্থীদের প্রতিনিধি, সুমাইয়া মোস্তাকিম, রিয়াদ বাবু,নাজমুল হাসান, ইসমাইল রহমান এবং উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রদান ও বিভিন্ন সাংগঠনিক নেতাকর্মী।

এখানে উপস্থিত সকলে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন,যেমন বাল্য বিবাহ
মাদকাসক্ত, জুয়া,লোডশেডিং ও রাস্তার বেহাল দশা।জেলা প্রশাসন ( মোছা: হোসনা আফরুজ) সবকিছুর জন্য একটা গ্রহণযোগ্য ব্যবস্থা নিতে চান।পরিশেষে শহিদ ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা করেন এবং শহিদদের পরিবারের সমস্ত দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ