1. admin@alorbangladesh.com : Alor Bangladesh : Dainnik alor Bangladesh
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সভায় যশোর জেলা পরিষদের প্রশাসককে ধন্যবাদ জ্ঞাপন সীতাকুণ্ডে ‘ইসকন’ নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বাগেরহাটে নিরাপদ সড়ক চাইএর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫ বাগেরহাটে বাজারের ব্যাগে রাখা এক নবজাতক উদ্ধার বাগেরহাট পৌরসভার ২২৭ কর্মচারীর ছয় মাস বেতন বন্ধ, সড়ক অবরোধ বিক্ষোভ সীতাকুণ্ডে মাদক বিরোধী জনসচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির শিক্ষা সামগ্রী বিতরণ বাগেরহাটে বিএনপির সম্প্রীতি সমাবেশ মাংলা বন্দরের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বসুন্ধরা গ্রুপের টগিশিপিং অ্যান্ড লজিস্টিকস এবং মাল্টি ট্রেডিং লিমিটেডকে সন্মাননা প্রদান

ঈদগাঁওতে একটি গ্রামেই ১৯ প্রতিবন্ধি

এম আবু হেনা সাগর, ঈদগাঁও প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪ বার পড়া হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁওতে একটি গ্রামে ১৯জন প্রতিবন্ধি রয়েছে। তাদের নেই চাকুরী। বেকারত্বে জীবন কাটছেন তাদেরই দিনকাল। অনেকেই পরিবার পরিজন নিয়ে দূর্বিসহ কষ্টে দিনপার করেছে।

প্রাপ্ত তথ্য মতে,ঈদগাঁও ইউনিয়নে ২নং ওয়ার্ড়ে প্রতিবন্ধীদের এক দল রয়েছে। তাদের নিয়ে বিপাকে পরিবার।প্রতিবন্ধিদের মধ্য,শামসুল আলম তিনি একজন সুদক্ষ চালক ছিলেন।দীর্ঘ প্রায় একযুগ পূর্বে সড়ক দূর্ঘটনায় আক্রান্ত হয়ে তার একটি পা কেটে ফেলতে হয়। সে থেকে এক পায়ে ভর করে পরিবারে ঘানি টেনে যাচ্ছেন। পরিবার পরিজন নিয়ে বর্তমানে দূর্বিসহ দিনযাপন করছে সন্তানদের পড়ালেখার খরছ তো দূরের কথা,খাওয়া-দাওয়াতেও সমস্যা হচ্ছে। 

নুর জাহান,কবির আহমদ,আবদুল্লাহ, জাফর আলম,সানিয়া, জসিম উদ্দিন রবিউল,এরশাদুল হক, রিদোয়ান রুজিনা আকতার,নুর মোহাম্মদ, লিয়া কত,ফরিদ,নওশাত,নুরু নাহার,মুসলিমা আক্তার। প্রতিবন্ধি হয়ে তারা সমাজে অন্য দশজনের মত ভালভাবেই চলতে ফিরতে চাই। 

ঈদগাঁও প্রতিবন্ধি সংস্থা নামের একটি সংগঠনও রয়েছে। তারা সবাই একত্রে থাকার চেষ্টা করে যাচ্ছে। দেখার যেন কেউ নেই। এ প্রতিবন্ধিরা নানা সমস্যায় রয়েছেন। অনেকে পরিবার পরিজন নিয়ে বেকায়দায়। বেকাত্বের বোঝা মাথায় নিয়ে দিনপার করে যাচ্ছে ওরা।

প্রতিবন্ধি সংস্থার সভাপতি শামসুল আলম জানান,১৯জন প্রতিবন্ধির মাঝে কজন ছাড়া সবাই ভাতাভুক্ত। তা দিয়ে তো পরিবার আর ছেলেমেয়েদের লেখা পড়ার খরছ বহন করা সম্ভব নয়। প্রতি বন্ধি কৌটায় নেই কারও চাকুরী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনজর দাবী করেন  তিনি।

স্থানীয় মেম্বার জানান, এলাকার প্রতি বন্ধিরা সরকারীভাবে ভাতা ছাড়া অন্য কোন সহায়তা পাননা। সাধারন লোক জন যেভাবে পাচ্ছে সেই ভিত্তিতে তারা ও পাচ্ছে। তাদের জন্য আলাদা কৌটায় কোন বরাদ্দ আসেনা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD