মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

আসলাম খানের কাশফুল

লেখক আসলাম খান
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৮১ বার পড়া হয়েছে

লেখক আসলাম খান

ধরণীতে হেরেছি যত ফুল  
পাইনি খুঁজে এমনি ফুল, 
তুমি কাশফুল।

তুমি শরৎকালে নদীর দু-কূলে ফোটা ফুল
তুমি কাশফুল।

শরতের বাতাসে  দোলা ফুল
তুমি কাশফুল 
অযত্নে গড়া তুমি নয়নে দেখা ফুল
তুমি কাশফুল। 

পর্যটকের মন কেড়ে নেওয়ার  ফুল
তুমি কাশফুল। 

ফোনে ফোনে সেলফি  নেওয়ার তুমি ফুল
তুমি কাশফুল। 

ভালোবাসার ফুল
প্রকৃতি প্রেমীর তুমি আগ্রহের ফুল
তুমি কাশফুল।

মহানন্দের মহাধরায় তুমি সাদা ফুল 
তুমি কাশফুল।

তোমাকে বোঝে যেইজন তুমি ফুল, 
মহাগুণী সেইজন করেনি ভুল।

শিক্ষার্থী (বিএসসি) অনার্স ম্যাথমেটিথ

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ