1. admin@alorbangladesh.com : Alor Bangladesh : Dainnik alor Bangladesh
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন

নকলায় শিক্ষার্থীদের মাঝে কাবাডি ও দাবা প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ

মোঃ সেলিম রেজা, নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ বার পড়া হয়েছে

মোঃ সেলিম রেজা, নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গনপদ্দী উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কাবাডি প্রতিযোগিতায় চারটি বিদ্যালয় থেকে চারটি দল অংশ গ্রহণ করে। এতে গনপদ্দী উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে চিথলিয়া দাখিল মাদ্রাসা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে, দাবা প্রতিযোগিতায় ছেলে গ্রুপে নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তূর্য্য দেবনাথ চ্যাম্পিয়ন হয় ও একই বিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে এবং মেয়ে গ্রুপে বানেশ্বরদী খন্দকার পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া আক্তার চ্যাম্পিয়ন হয় ও গনপদ্দী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুন্নী আক্তার রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতা শেষে গনপদ্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার ও বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ।

এসময় উপজেলার পিপড়িকান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম, বানেশ্বরদী খন্দকার পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীগন ও প্রতিযোগী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনায় ছিলেন, পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মীর মোতালেব হোসেন শিপন, নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক খন্দকার আসাদুজ্জামান, চিথলিয়া দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মহিউদ্দিন লাভলু ও সাবেক ফুটবলার সাংবাদিক মোঃ মামুন মিয়া।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD