স্টাফ রিপোর্টার,ঈদগাঁও
কক্সবাজারে ঈদগাঁও উপজেলার তরুন সংবাদ কর্মী আবু হেনা সাগরের মাতার স্বাস্থ্যের একটু উন্নতি হয়েছে।
১৬ সেপ্টেম্বর অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে চিকিৎসা সেবা গ্রহণ করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ১৮ই সেপ্টেম্বর চট্টগ্রামের ইন্টার ন্যাশনাল মেডিকেল সেন্টারে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসা সেবা চলমান।
জানা যায়, প্রায় দু-সপ্তাহ ধরে অসুস্থ হয়ে পড়া সংবাদকর্মী সাগরের মাতা ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়ার মরহুম মোজাম্মেল হকের সহধর্মিণী হাজেরা বেগম। অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা স্বাস্থ্যের একটু উন্নতি হয়েছে রোগী সূত্রে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস,প্রেসার থাইরয়েটসহ নানান রোগে আক্রান্ত ছিলেন। সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন পরিবার।
তরুন সংবাদকর্মী এম আবু হেনা সাগর জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারের ঈদগাঁও উপজেলা প্রতিনিধি, নিউজ এক্সপ্রেসের বার্তা সম্পাদক ও এনএএন টিভির প্রতিনিধিসহ বিভিন্ন অনলাইনে কর্মরত। এছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থা, কক্সবাজার জেলা শাখার সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক,ঈদগাঁও প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক সুজন, ঈদগাঁও উপজেলার দপ্তর সম্পাদক, সরকারী নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।