উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায়
আশ্বিন মাসের প্রথম সপ্তাহ চলছে এখনো যায়নি ভাদ্রের গরম। গত ৪ দিন ধরে ভ্যাপসা গরমে নওগাঁয় জন জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রখর রৌদ্রের তাপে সাধারণ জন-জীবনে নেমে এসেছে অস্বস্তি। গত (২১সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ২ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণ অফিস। ভ্যাপসা গরম থাকায় সবথেকে বেশি কষ্টে আছে দিন মজুর খেটে খাওয়া মানুষেরা। গরমের কারনে ঘাম অতিরিক্ত হওয়ায় শরীরের পানিয় চাহিদা মেটানোর জন্য তারা বেশী বেশী পানিয় পান করছেন। আর এই পানীয় চাহিদার জোগান দিতে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে স্থানীয় সংগঠন ও ব্যাক্তি উদ্যোগে সাধারণ পথচারীদের পানিয় পান করানো হচ্ছে। পৌর শহরের পাটালিরমোড় এলাকায় স্থানীয় সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে উপকারভুগী পথচারীরা। এবিষয়ে দিন মজুর রিক্সা চালক নজিবর রহামান জানান, রিক্সায় ভাড়া নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে পৌছে দেওয়া এই ভ্যাপসা গরমের কারনে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন আগে দিনভর বৃষ্টির কারনে ভুগতে হয়েছে আর এখন ভ্যাপসা গরমের কারনে। গরমে গাড়ি নিয়ে চলাচল করলেও পানিয় চাহিদা মেটাতে মোড়ে মোড়ে এমন পানিয় পানের উদ্যোগ জনমেন কিছুটা স্বস্তি ফিরিয়েছে।
পাটালির মোড় সমাজ উন্নয়ন সংস্থার কর্মীদের সাথে কথা হলে তারা জানায়, তারা শুধু গরমে না সব সময় মানুষের পাশে থেকে কাজ করে যাবেন। স্থানীয় সকলের উদ্যোগে যদি সাধারণ মানুষ এই ভ্যাপসা গরমে একটু শান্তি পায় তার জন্য শরবত পানীয় পানের ব্যবস্থা করা হয়েছে। জনমনে স্বস্তি ফিরাতে তাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা বলে জানান তারা। এদিকে বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণ অফিস এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান জানিয়েছেন, বাতাসের আদ্রতা বেশি থাকায় গরমের উষ্ণতা বেশি। দুপুর ১২টায় বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণ অফিস জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে। যার বাতাসের আদ্রতা ছিলো ৬৬ শতাংশ। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আবহাওয়া কিছুটা শীতল থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।