মোঃ কুতুব উদ্দিন
ঢাকা
বাংলাদেশে মাজার ভাংচুর নিয়ে এক প্রতিবাদী পথ সমাবেশ ও বাউল ফকিরি গানের আসর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে,
মাজার ভাংচুর নিয়ে বাংলাদেশে এখন যেনো একটা হুজুগে বাংগালীপনা শুরু হয়ে গেছে,প্রতিবাদী সারা বাংলাদেশের বাউল ফকির এবং বাউল শিল্পী রা এক হয়ে এসেছেন ঢাকা শহীদ মিনারে,
বাউল ফকির শিল্পীদের এক দফা এক দাবী নিয়ে তারা এক হয়েছেন – মাজার ভেংগেছে যারা গড়ে দিবে তারা,বাউল ফকির দের প্রানের আশ্রয়স্থল এই অলি আউলিয়া গনের মাজার,বাংলাদেশ অলি আউলিয়ার দেশ বাংলাদেশে এই মাজার ভেংগেছে যারা তাদের সঠিক বিচার দাবী করছেন,
ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এক জমকালো গানের অনুষ্ঠানের আয়োজন করেন,কবি ফরহাদ মাজার,উপস্থিত বাংলাদেশের গন্যমান্য বাউল শিল্পীরা হলেন আবুল গকির,সুনীল কর্মকার,আলেয়া বেগম,লতিফ সরকার ছোট আব+ল ফকির,আরিফ বাউল,এলিজা পুতুল,লগ্না,ওমর আলী আরও অন্যান্য বাউল শিল্পী উপস্থিত ছিলেন,
অনুষ্ঠান সঞ্চালনা করেন কুষ্টিয়ার বাউল শিল্পী কহিনূর আক্তার গোলাপী,ভাব গানের আসর অনুষ্ঠিত হয় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে গানে গানে ভরপুর থাকবে রাত নয়টা পর্যন্ত।