মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের, প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের ১ দফা দাবিতে টানা ১৩ দিনেও অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত নার্সিং কর্মকর্তা-শিক্ষার্থীরা।
রোববার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, জয়পুরহাট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নার্সিং ইনস্টিটিউটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এসময় বক্তব্য রাখেন জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ আকলিমা খাতুন, জেলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহবায়ক আয়েশা ছিদ্দিকা নার্সিং ইন্সট্রাক্টর,নার্সিং ইন্সটিটিউট জয়পুরহাট, সদস্য সচিব ফারহানা, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক পারভিন, নার্সিং শিক্ষার্থী অমিত কুমার, বর্ষা রানী, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এ্যান্ড মিডওয়াইফারির শিক্ষার্থী সাথী আক্তার, তাজমিরা খাতুন প্রমুখ।
বক্তব্যে বলেন, অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের, প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সদের পদায়ন করতে হবে। গত ৯ সেপ্টেম্বর তারিখ থেকে কর্মসূচি শুরু হয়েছে। আজ ঢাকার শহীদ মিনারে সমবেত হবে নার্সগণ। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিকটে স্মারক লিপি প্রদান করা হবে বলে জানান তারা।
জয়পুরহাট সিভিল সার্জন অফিসের সিনিয়র স্টাফ নার্স মোছাঃ ফাতেমা খানম বলেন, আমরা নার্সরা ২০১৬ সালে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে অর্গানোগ্রাম অনুযায়ী নিয়োগবিধি বাস্তবায়ন চাই।