রিপোর্টর: এমরান হোসেন সোহাগ।
মহান আল্লাহর মেহেরবানীতে মানবতার তরে সংগঠনের পাঁচ বছর পূর্ণ হয়েছে।মানবতা তরে অরাজনৈতিক সামাজসেবা মূলক সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসিক ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব জসীমউদ্দীন রাজু সাহেব, কার্যনির্বাহী সদস্য জনাব হান্নান শাহ, কার্যনির্বাহী সদস্য জনাব আবদুল মোতালেব সাহেব, সংগঠনের সদস্য জনাব মনির হোসেন , কোষাধ্যক্ষ জনাব খোকন পাটোয়ারী, বিশিষ্ট সমাজ সেবক জনাব শাহা আলম বাবলু,জনাব মহসিন,আহম্মেদ উল্যা মিনু কাকা,সাখায়েত, কাজল, সবুজ, সাওার, সহ অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।
এসময় জনাব জসীম উদ্দিন রাজু জানায় মানবতার তরে সংগঠনটি একটি সমাজ সেবা মূলক সংগঠন, এটি রামগঞ্জ,লক্ষিপুর এবং চাটখিল নোয়াখালীতে মানবতার তরে কাজ করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে, উক্ত প্রতিষ্ঠানটির কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ততা নেই, এবং উক্ত সংগঠনটিকে বৃহত্তর নোয়াখালীর প্রথম স্থানে আছে বলে বিবেচনা করা হয়, এসময় মানবতার তরে সংগঠনের কোষাধ্যক্ষ জনাব খোকন পাটোয়ারী জানায় মানবতার তরে সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫ টি পরিবারের মাঝে ডেইটিন বিতরন করা হয়েছে, একজন অসহায় বোনের বিবাহর জন্য নগদ বিশ হাজার টাকা প্রদান করা হয়েছে,একজন প্রতিবন্ধি ভাইকে নগদ ১০,০০০ টাকা প্রদান করা হয়েছে, গত ৫ বছরে প্রায় ৫০০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন আর্থিক করা হয়েছে, এবং ভবিষ্যতে আরো বেশি সহায়তা করার আশ্বাস দিয়ে থাকেন। এসময় মানবতার তরে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব হান্নান পাটোয়ারী সাহেব প্রবাসে থাকার সুবাদে ভিডিও কনর্ফারেসে বলেন, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি সেই সকল ভাইদের যাদের সহযোগিতার মাধ্যমে আমরা এই সব অসহায় গরীব
পরিবারদের সাহায্য প্রদাণ করতে পেরেছি।দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলের দানকে কবুল করুক, বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি দেশের ঐ সব সেচ্ছাসেবী ভাইদের , যারা শত ব্যস্ততার মাঝেও আমাদের সংগঠনের জন্য সময় দিয়েছেন। আমি আমার অন্তরের অন্তস্তল থেকে দেশের এবং প্রবাসী যে সকল সম্মানিত সদস্য বিভিন্নভাবে অনুদানের মাধ্যমে আমাদের পাশে থেকেছেন আপনাদের প্রতি চির কৃতজ্ঞ, আশা রাখি সর্বদাই আমাদের পাশে থাকবেন এবং সংগঠন কে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ, আমি আমার অন্তরের অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাই মানবতার তরে প্রতিষ্ঠাতা সাধারণত সম্পাদক জসীম উদ্দিন রাজু ভাইকে আরো ধন্যবাদ জানাই মানবতার তরে প্রতিষ্ঠানের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান ভাইকে,আরও ধন্যবাদ জানাই, কোষাধ্যক্ষ খোকন পাটোয়ারী ভাই,কার্যনিরবাহী সদস্য ফারুক ভাই, আবুল বাসার ভাই, ইউচুফ ভাই, সফিকুল ইসলাম ভাই, মিজান ভাই হান্নান শাহ ভাই, সিরাজ মামুন ভাই,গোলাম মাওলানা ভাই, ফারুক ভাই, আব্দুল মোতালেব ভাই,নুরে আলম সবুজ ভাই,বাবু ভাই, সহেল ভাই ভাই,মাহামুদুর রহমান ইকবাল ভাই, আলী ভাই, মহিন ভাই, সুমন ভাই, এমরান ভাই, বেল্লাল ভাই, রাসেল ভাই, রকি ভাই, রুবেল ভাই, সবুজ ভাই, আব্দুর রহিম ভাই, মনির ভাই,নজির ভাই, তাজু ভাই,জহির ভাই , সাফিকুল ইসলাম রুবেল ভাই, নাছির ভাই, রিদু, মাকতুম, সিহাব সাংবাদিক কামাল হোসেন জুয়েল, সাংবাদিক শাকিল ভাই, সাংবাদিক ছলিম উল্লাহ ভাই , সাংবাদিক নুরে আলম ভাই, সাংবাদিক সময় মুরাদ ভাই, বাবুল মামা, দেলোয়ার মিজি অন্য অন্য সকল সদস্যদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, আর যে সব প্রবাসী ও দেশের ভাইয়েরা যারা আর্ত মানবতায় সহযোগিতা করেছেন,আল্লাহ আপনাদের সবার সহযোগিতা ও দান কে কবুল করুক,আমিন।জাযাকাল্লাহ খায়রান মানবতার জয় হোক।