মো: রমিজ আলী,
সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি:
“মানুষ মানুষের জন্য “এই প্রতিপাদ্যকে সমানে রেখে দুর্যোগে আবারও ঐক্যবদ্ধ হয়েছে সব শ্রেণি-পেশার মানুষ। অসহায়ের পাশে দাঁড়াতে তারা হাতে রেখেছেন হাত, মনে রেখেছেন মন। তাদের সঙ্গে সঙ্গী হয়েছেন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকরা।
উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে টেকসই নির্মাণের লক্ষ্যে বিশ্বের সর্বাধুনিক, এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস ও উইনলিংক টেকনোলজি সমৃদ্ধ ফ্যাক্টরি স্থাপন করেছে জিপিএইচ ইস্পাত। বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে অবস্থিত সুনামধন্য ইস্পাত শিল্প প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড সেচ্ছাসেবী দেশের প্রতিটা সংকট নিরসনে সবসময় অটল হয়ে দাঁড়িয়ে ছিলো। তারই ধারাবাহিকতায় এবারের-২০২৪ইং বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে এই জিপিএইচ ইস্পাত লিমিটেড। ঠিক এই একটি সময় বিরাট মহিরুহে পরিনত হয়ে জিপিএইচ ইস্পাত লিমিটেড অনাগত সকল প্রাকৃতিক দূর্যোগে অটল দাঁড়িয়ে থাকবে, মহান রবের দয়াই হয়ে উঠবে আস্থার আঁতুড়ঘর সে প্রত্যাশায় জিপিএইচ ইস্পাত পরিবারের।
আজ শনিবার (২১সেপ্টেম্বর) দুপুর ১ টার সময় সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে অবস্থিত জিপিএইচ ইস্পাত লিমিটেড এর কর্মরত শ্রমিকদের বিভিন্ন উপহার সামগ্রি ও নগদ অর্থ প্রধান করেন জিপিএইচ ইস্পাত পরিবার।
এমন সম্মিলিত মানবিকতার চিত্র তুলে ধরেছেন দৈনিক আজকের সত্য প্রকাশ সীতাকুণ্ড প্রতিনিধি মো: রমিজ আলী। জিপিএইচ ইস্পাত পরিবার দিনরাত পরিশ্রম করে ধর্ম-বর্ণ ভুলে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। ত্রাণসামগ্রী নিয়ে প্রতিনিয়ত অসহায় মানুষের পাশে ছুটে যাচ্ছে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের সুনামধন্য ইস্পাত শিল্প জিপিএইচ ইস্পাত অসহায়দের পাশে দাঁড়িয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন– বাংলাদেশের সুনামধন্য ইস্পাত শিল্প জিপিএইচ ইস্পাত লিমিটেড পুরাতন প্লান্ট এর প্রোডাকশন বিভাগের এজিএম মো.আতুুউর রহমান পাটোয়ারী,ইলেকট্রিক্যাল ম্যানেজার মি.কাঞ্চন ভট্টাচার্য, প্রোডাশন ম্যানেজার মো.শফিউল আলম,প্রোডাকশন ডেপুটি ম্যানেজার গোলাম মাওলা শুভ, মেকানিক্যাল ডিপুটি ম্যানেজার নুরিহান খাঁন, সিসিএম ম্যানেজার মন্জুরুল আলম, ইলেকট্রিক্যাল ডিপুটি ম্যানেজার মো. আলা উদ্দিন, সিনিয়র অফিসার হাবিবুর রহমান, রেজাউল করিম রেজা, সরোজ চৌধুরী, মাসুদুর আলম,আব্দুল রাজ্জাক, রুপক কুমার দাশ, আবু ইউছুপ,রবিউল আলম, মো. মারুফুল, মহসিন আলী সরকারসহ আরো প্রমূখ।
জিপিএইচ ইস্পাত লিমিটেড পুরাতন প্ল্যান্ট এর এজিএম আতাউর রহমান পাটোয়ারী বলেন, জিপিএইচ ইস্পাত সবসময় গরিব, দরিদ্র, অসহায় মানুষের পাশে ছিলো থাকবে ইনশাআল্লাহ। তারা সকল মানুষকে এক হয়ে অসহায় বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহবান করেন এবং সবসময় এই ধরনের কাজ করার আশ্বাস দেন।