ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
বকক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ রাবার ড্যাম এলাকায় অজ্ঞাত ব্যাক্তির লাশের সন্ধ্যান মিলেছে। শনিবার সকালে পানিতে মরদেহ টি ভাসমান অবস্থায় দেখেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা এমদাদ জানান, সর্বপ্রথম তিনি লাশটি ভাসা অবস্থায় দেখতে পান এবং পরবর্তীতে উৎসুক জনতা জড়ো হয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বারকে খবর দেন।
অনেকের ধারণা যে, লাশটি হয়তো কোথাও থেকে ভেসে এসেছে। লাশের গায়ে হলুদ একটি জার্সিসহ হাফপ্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়। পরবর্তীতে ঈদগাঁও থানার একটি ফোর্স ঘটনাস্থলে হাজির হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি উদ্ধার করে।
তবে জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি তাঁর এফবি আইডি লিখেন-লোকটির নাম বাদশা মাঝি, বাড়ি ৩নং ওয়ার্ড, চৌফলদন্ডী।