1. admin@alorbangladesh.com : Alor Bangladesh : Dainnik alor Bangladesh
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
এ বছরে শীত কেমন হবে, কম হবে নাকি বেশী হবে? সেনবাগের সড়কে যানযট নিরসনকল্পে ও ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান টেকনাফে হোয়াইক্যং চেকপোস্টে ইয়াবা বোঝাই সিএনজিসহ চালক আটক। নাসিরনগরে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সাংসদ পুত্র সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান। সড়ক দুর্ঘটনায় চৌগাছায় এক নারীর মৃত্যু। নরসিংদীতে ১২ ডিসেম্বর জেলা হানাদার মুক্ত দিবস পালিত। রায়পুরা উপজেলার সাংবাদিক দের সাথে, নবাগত ইউ,এন,ও র মতবিনিময় সভা। সাতক্ষীরায় ইউএনওর অভিযানে চিংড়িতে পুশ করায় ১লক্ষ টাকা জরিমানা। দেশে ফিরেছেন মির্জা ফখরুল উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক দুম্বার মাংস বিতরণ ।

মধুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল আজাদ এর মতবিনিময় সভা

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩ বার পড়া হয়েছে

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন মির্জাবাড়ি ইউনিয়নের ফাজিলপুর এলাকার আজাদ স্পোর্টিং ক্লাব মাঠে অনুষ্ঠিতব্য অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল আসাদুল ইসলাম আজাদ এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ফাজিলপুর আজাদ স্পোর্টিং ক্লাব মাঠে, মির্জাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় করেন, টাঙ্গাইল -১ (মধুপুর-ধানবাড়ী) আসনের বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল আসাদুল ইসলাম আজাদ।

ফাজিলপুরে তার নিজ এলাকায় প্রতিষ্ঠিত আজাদ স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠে এ নির্বাচনী মতবিনিময় সভায় দুপুর ২টার পর থেকেই “আজাদ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে” এই শ্লোগানে শ্লোগানে প্রতিধ্বনিত হয়ে চারিদিক থেকে মিছিল নিয়ে আসতে থাকে হাজারো মানুষ। বিকাল ৩টার মধ্যে হাজার হাজার মানুষের আগমনে উক্ত মাঠ কানায় কানায় ভরে যায়। সর্বসাধারনের শতস্ফুর্ত উপস্থিতিতে ফুটবল খেলার বিশাল মাঠটি জনশ্রুতে পরিনত হয়।

এ সময় আজাদ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল আসাদুল ইসলাম আজাদ বলেন, আপনাদের শতস্ফুর্ত উপস্থিতি দেখে আমার বুকটা ভরে গেছে। আপনারা যদি আমার পাশে থাকেন এবং সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহ প্রদান করেন, তাহলে আমি মধুপুর-ধনবাড়ী আসন থেকে বিএনপির প্রার্থী হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করতে চাই।

তিনি আরও জানান, আমার এলাকা ও ইউনিয়নবাসীর মতামতের জন্যই আজকের এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এসময় মির্জাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও আশপাশের এলাকার লোকজন এ মতবিনিময় সভায় উপস্থিত থেকে তাকে নির্বাচনে অংশ গ্রহনের জন্য সম্মতি প্রদান করেন।

মধুপুরে কৃতি সন্তান অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল আসাদুল ইসলাম আজাদের এ মতবিনিময় সভায় উপস্থিত সর্বস্তরের জনসাধারণ তার নির্বাচনে সকল সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন।
কর্ণেল আজাদ বলেন, আমি যে যুদ্ধে যাই সে যুদ্ধ থেকে সহজেই ফিরে আসি না। আপনারা আমার পাশে থাকলে আপনাদের সাথে নিয়ে এ যুদ্ধে আমি জয়ী হবো ইনশাআল্লাহ।
তারেক রহমান যদি আমাকে নমিনেশন দেয় তাহলে আমি নির্বাচন করবো, আর যদি দলের অন্য কাউকে দেয় তাহলে আমি আপনাদের সাথে নিয়ে তার জন্য কাজ করে যাবো।

উক্ত মতবিনিময় সভায় অত্র ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, মধুপুর ও ধনবাড়ি বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বাবুল রানা
মধুপুর টাঙ্গাইল

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD