মোহাম্মদঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধি
টিসিবির কার্ডধারী ৪শ জনকে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের খাদ্য অধিদপ্তরের সুলভ মূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-৩ মিসেস জাহানারা বেগম। তিনি বলেন গত ৫আগস্ট সরকার পতনের পর ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান ১,২ পালিয়ে গেছে। এমতাবস্থায় সাধারণ জনগনের কথা মাথায় রেখে টিসিবির কার্ডধারী নিন্ম আয়ের মানুষের জন্য সুলভ মল্যে খাদ্য সামগ্রী বিক্রির কার্যক্রম পুনরায় শুরু করি।
এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দৌলা, সংযুক্ত আরব আমিরাত যুবদলের সহ-সভাপতি সাইফ তারেক, প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ আতিকুল্লাহ, বিএনপি নেতা সলিম উল্লাহ খান, আকতার হোসেন, নুরুন্নবী, আবু মনসুর, যুবদল নেতা কায়সার হামিদ দিদার, সহিদুল ইসলাম, জাহাঙ্গীর, মোহাম্মদ আমিন, ছাত্রদল নেতা মোহাম্মদ রাহাত, ইলিয়াস, জসিম, আমজাদ, রাসেল, আজগর, মুনির, রফিক প্রমূখ।