রিপোর্টর : এমরান হোসেন সোহাগ।
নোয়াখালীর চাটখিল উপজেলার বাংলাদেশ জাতিয়তাবাদী দল (বিএনপি) ১নং সাহাপুর ইউনিয়নের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে,চাটখিল সোনাইমুড়ী গণমানুষের নেতা, সাবেক এমপি জনাব ব্যারিষ্টার মাহাবুব উদ্দিন খোকন এর সহযোগিতায়, চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জনাব ফিরোজ আলম বাবলুর সার্বিক তত্বাবধানে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব আলাউদ্দিন ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব লিয়াকত আলী ভুট্টো, চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহাজাহান সাজু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জনাব নুর কবির, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জনাব ফিরোজ আলম বাবলু,নোয়াখালী জেলা সেচ্ছাসেবক দলের নেতা জনাব মোরশেদ আলম, জেলা ছাত্রদল নেতা ইকবাল মাহমুদ, উপজেলা ছাত্রদল নেতা জনাব মহসিন কাজী, ইউসুফ বাবু, মিজানুর রহমান মিজান, ৩ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল, চাটখিল উপজেলা ছাত্রদল নেতা শাওন মুন্সী, নোয়াখালী জেলা কলেজ ছাত্রদল নেতা রেদোয়ান আহম্মেদ পাবেল, পিয়াস আহমেদ জিহদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
উক্ত উপহার সামগ্রী বিতরণ কালে সভাপতিত্ব করেন জনাব মোঃ মনির মিয়া।
এসময় এলাকার সকল ধর্মের অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়, জনাব ফিরোজ আলম বাবলু জানায় সকল দলের অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বন্টন করে দেওয়া হয়েছে, যাদের কাছে উপহার সামগ্রী পৌঁছাতে পারে নাই তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, এবং ভবিষ্যতে তাদের জন্য উপহার সামগ্রী পৌঁছানোর আশ্বাস প্রদান করেন। বক্তব্য কালে তিনি আরো জানান বিগত দিনে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায়, এবং বিএনপির পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান পার্থী হওয়ার পর থেকে তার উপর বেশ কয়েকটি মামলা-হামলা, বাড়ি ঘরে ভাংচুর, দোকানে হামলা সহ বিভিন্ন ক্ষয়ক্ষতির শিকার হন। ইউনিয়ন বিএনপির নেতা ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জনাব নূর কবির জানান বিগত দিনে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায়, উনার ছেলেরা ছাত্রদলের রাজনীতিতে নেতৃত্ব দেওয়ায় নানানভাবে উনার ছেলে এবং উনি হামলা-মামলা ও উনার ছেলেরা বাড়িতে থাকতে পারতো না, উনার পরিবার অতীতেও যেমন বিএনপির পাশে ছিলো বর্তমানেও থাকবে।