মো:রমিজ আলী,
সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি:
“গাহি সাম্যের _গান “এই প্রতিপাদ্যকে সমানে রেখে দুর্যোগে আবারও ঐক্যবদ্ধ হয়েছে সব শ্রেণি-পেশার মানুষ। অসহায়ের পাশে দাঁড়াতে তারা হাতে রেখেছেন হাত, মনে রেখেছেন মন। তাদের সঙ্গে সঙ্গী হয়েছেন বিভিন্ন প্রবাসীরাও।
সীতাকুণ্ডের সুনামধন্য সেচ্ছাসেবী সংগঠন মানবতা ফাউন্ডেশন দেশের প্রতিটা সংকট নিরসনে সবসময় অটল হয়ে দাঁড়িয়ে ছিলো। তারই ধারাবাহিকতায় এবারের-২০২৪ইং বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র চেষ্টা করেছে এই সংগঠনের সদস্যবৃন্দরা।
ঠিক এই একটিসময় বিরাট মহিরুহে পরিনত হয়ে মানবতা ফাউন্ডেশন অনাগত সকল প্রাকৃতিক দূর্যোগে অটল দাঁড়িয়ে থাকবে, মহান রবের দয়াই হয়ে উঠবে আস্থার আঁতুড়ঘর সে প্রত্যাশা মানবতা ফাউন্ডেশন এর।
গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় সীতাকুণ্ড থেকে বন্যার্তদের উদ্দেশ্যেই মানবতা ফাউন্ডেশন এর উদ্যোগে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়ন এর রামনাথপুর এবং গঙ্গাপুরের পানিবন্দী মানুষের জন্য উপহার নিয়ে ছু্টে যায় মানবতা ফাউন্ডেশন পরিবার।
এমন সম্মিলিত মানবিকতার চিত্র তুলে ধরেছেন দৈনিক আজকের সত্য প্রকাশ সীতাকুণ্ড প্রতিনিধি মো: রমিজ আলী। মানবতা ফাউন্ডেশন এর সকল সদস্যরা দিনরাত পরিশ্রম করে ধর্ম-বর্ণ ভুলে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। ত্রাণসামগ্রী নিয়ে প্রতিদিন অসহায় মানুষের পাশে ছুটে যাচ্ছে সীতাকুণ্ড উপজেলার সুনামধন্য সেচ্ছাসেবী সংগঠন মানবতা ফাউন্ডেশন অসহায়দের পাশে দাঁড়িয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন– সীতাকুণ্ড উপজেলার সুনামধন্য সেচ্ছাসেবী সংগঠন মানবতা ফাউন্ডেশন এর নব-নির্বাচিত সভাপতি মো. রনি খাঁন, সহ-সাধারণ সম্পাদক আহমেদ নাজিম, ক্রীড়া সম্পাদক রাকিব উল আলম, আইন বিষয়ক সম্পাদক বাদশা খাঁন,সহ-প্রচার সম্পাদক ইসমাইল হোসেন ফাহিম,মানবতা ফাউন্ডেশন এর শুভাকাঙ্ক্ষী আরিফুর ইসলামসহ আরো প্রমূখ।
মানবতা ফাউন্ডেশন এর সভাপতি রনি খাঁন বলেন, মানবতা ফাউন্ডেশন সবসময় গরিব, দরিদ্র, অসহায় মানুষের পাশে ছিলো থাকবে ইনশাআল্লাহ। তারা সকল মানুষকে অসহায় বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহবান করেন।