মোঃকামরুজ্জামান সম্পদ
বগুড়ার সুবিল উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপি Astronomy and science society of RUET ক্লাবের পক্ষ থেকে বিজ্ঞান ভিত্তিক স্কুল ক্যাম্প অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গোলাম রহমান রয়েলের পৃষ্ঠপোষকতায় এবং সহকারী শিক্ষক মৌসুমী আক্তার,আব্দুল হালিম,স্মৃতি আক্তারের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ থেকে শেষ বর্ষের শিক্ষার্থী ২৮ সদস্য বিশিষ্ঠ একটি দল ক্যাম্পে অংশ গ্রহন করে। উক্ত ক্যাম্পে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ১৬ টি এক্সপেরিমেন্ট প্রদর্শন করা হয়।এদের মধ্যে গনিতের আড্ডা,বেলুন স্টিক, কর্ণ স্টার্চ, সান ডায়েল, কিউব বক্স, অদৃশ্য লেখা,এসিড ক্ষার, অ্যালকোহল,পানির তড়িৎ বিশ্লেষণ, লাভা ল্যাম্প উল্লেখ্য। উক্ত ক্যাম্প পরিদর্শন করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী নওসাদ উর রহমান নিশান মন্ডল, ওয়াদুদুর রহমান মিলন। এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে পারফর্মাস অফ ডে ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।