বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন বেরীবাইদ ইউনিয়নের গেৎচুয়া গ্রামের ড্রাগন চাষীর নিকট ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করেছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, মধুপুর উপজেলাধীন কাকরাইদ এলাকার বকুল ও আব্দুর রাজ্জাক মিলে বেরীবাইদ ইউনিয়নের গেৎচুয়া গ্রামে প্রায় ১৫/২০ বছর যাবত ড্রাগন, আনারস ও পেঁপে চাষ করে আসছেন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে মজিদ বাজার এলাকার আরিফ হুজুরের নেতৃত্বে বিএনপির কিছু লোকজন বাগানের মালিক আব্দুর রাজ্জাককে জরুরি কথা আছে বলে ঘর থেকে ডেকে বের করে। পরবর্তীতে কথা বলার ছলে পার্শ্ববর্তী রাবার বাগানের দিকে নিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ১০লক্ষ টাকা চাঁদা দাবী করে।
প্রায় আড়াই ঘন্টা বাকবিতন্ডার পর বাগান মালিক ভয়ে তাদেরকে ৪ লক্ষ টাকা দিতে রাজি হয়। উক্ত টাকার জন্য তার ব্যবসায়ী পাটনার বকুলকে ফোন করে ব্যবস্থা করতে বললে সে বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজনকে খবর দেয়। এলাকাবাসী সাথে সাথে ঘটনাস্থলে এসে চাঁদাবাজদের ঘিরে ফেলে।
প্রত্যক্ষদর্শী মনোহারী দোকানী শান্তি নকরেক জানান, তারা সবাই পার্শ্ববর্তী মজিদ বাজার এলাকার বিএনপির কর্মী বলে পরিচয় দেয়। পরবর্তীতে এলাকাবাসীর তোপের মুখে পড়ে কোনো উপায়ন্তর না দেখে তারা দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায় বলে তিনি জানান। বাগানে কর্মরত দিনমজুররা জানান, আমরা অনেক দিন যাবত ৩০/৪০ জন লোক উক্ত বাগান গুলোতে কাজ করে জীবিকা নির্বাহ করে সংসার পরিচালনা করে আসছি। আজ বিএনপির লোকজন এসে চাঁদা দাবী করছে কিন্তু অতীতে এমন ঘটনা কখনো ঘটেনি বলে তারা জানায়।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এলাকাবাসী এ সকল দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানান।
বাবুল রানা
মধুপুর টাঙ্গাইল