সুরুজ্জামান রাসেল
গাজীপুর প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে, বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে মহানগরের হাড়িনাল হাই স্কুল সংলগ্ন নিজ কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সংগঠনের কার্যকারী সভাপতি মোঃ তারেক রহমান জাহাঙ্গীরের সভাপতিত্বে, এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মুফতী বজলুর রহমান (ইমাম, ভূইয়া বাড়ি জামে মসজিদ)। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ হাইউল উদ্দিন খান,সাকিদুল ইসলাম সাকিল,সাজ্জাদুল ইসলাম রাজ্জাক, মোল্লা আব্দুর রশীদ,মাওলানা শফিকুল ইসলাম, এস এম ইকবাল হোসেন,মোঃ আলতাফ হোসেন,হাজী কামাল চৌধুরী,আব্দুল বারীসহ প্রমুখ।অনুষ্ঠানে আলোচনা শেষে মিলাদ মাহফিল ও দোয়া এবং তবারক বিতরণ করা হয়।