একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধি
রাণীশংকৈল উপজেলার প্রত্যন্ত অঞ্চল সিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষা কার্যক্রম ও নানাবিধ সমস্যা কার্যক্রমের উপর এই প্রতিবেদক
সরে জমিন ১৮ই সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় ওই স্কুলে গেলে দেখা যায় প্রতিষ্ঠানটিতে শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীরা প্রত্যন্ত অঞ্চল হলেও বর্তমান সরকারের আমলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্ব স্ব শ্রেণি কক্ষে পাঠ গ্রহনে ব্যস্ত থাকতে দেখা গেছে।
অন্যদিকে উক্ত শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ শিক্ষক উপস্থিত ছিলেন।
অন্যদিকে ওই স্কুলের সহকারী শিক্ষিকাগন স্ব স্ব শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠ দানে ব্যস্ত থাকতে দেখা যায়।
এদিকে প্রধান শিক্ষক রমজান আলী সাংবাদিকদের জানায়.এই স্কুলটিতে শতভাগ শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিচ্ছন্ন ভাবে শতভাগ শিক্ষকরা নিজ নিজ কর্মস্থলে শিক্ষকরা পাঠদানে সচেষ্ট রয়েছেন। এছাড়াও এই শিক্ষা প্রতিষ্ঠানে কিছু সমস্যা রয়েছে. তার মধ্যে উল্লেখ্য যে. সীমানা প্রাচীর এবং স্কুলে যাতায়াতের রাস্তা না থাকায় এলাকার বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ গ্রহণে আসতে ব্যাপক বিড়ম্বনার শিকার হতে হয়। এই সমস্যাগুলো চিহ্নিত করে স্কুলটির শিক্ষার মান উন্নয়নের জন্য
এ প্রতিষ্ঠানটির প্রধান রমজান আলী ও তার সহকারি শিক্ষক সহ সচেতন মহল ও অভিভাবক বৃন্দ বর্তমান সরকারের নীতি নির্ধারকদের প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য একান্তভাবে দৃষ্টি আকর্ষণ করছেন।