মোঃ আতিকুল ইসলাম রাউজান প্রতিনিধি।
জুনু তুমি কই (রাউজানের সাবেক এমপি)১৭বছর আমাদের কন্ঠচেপে ধরেছিলা আজ তোমার কিবস্থা দেশের মানুষ দেখছে। তুমি ভারতে অবৈধ ভাবে পালিয়ে যাওয়ার সময় তুমি বিজিবির হাতে আটক হলা। আজ তুমি কারাগারে বন্দী। কৈ তোমার বাহাদুরি। তুমি আমার আবর নগর মাদ্রাসায় তালা ঝুলিয়ে ছিলে। তোমার বাহিনী দিয়ে আমার আরব নগর সবুজ ছায়া সংগঠন এর অফিস কে আগুন জ্বালিয়ে দিয়েছ।
গত ১৭সেপ্টেম্বর (২৪) মঙ্গলবার রাতে রাউজান পৌর এলাকার জানালীহাট সংলগ্ন স্কাই ওয়ার্ল্ডে হল রুমে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলা শাখার কাউন্সিল অধিবেশনে তিনি বক্তব্য রাখেন।
জানা যায়, ২০১ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচিত হন রাউজান জামিআ আরবিয়া আনোয়ারুল উলুম আরবনগর মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাও. কে.এম. আলমগীর মাসউদ।সাধারণ সম্পাদক নির্বাচিত হন, গশ্চি এমদাদুল উলূম মাদরাসার পরিচালক মাওলানা শফিউল আলম।সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হোন, মাওলানা উসমান খলীলাবাদী ও প্রচার সম্পাদক নির্বাচিত হোন, মাওলানা ইবরাহিম নূর মিডিয়া বিষয়ক সম্পাদক নির্বাচিত আতিক উল্লাহ চৌধুরী প্রমুখ।
উলামা কওমি শিক্ষাবোর্ডের সভাপতি মাওলানা শেহাবুদ্দীনের সভাপতিত্বে ও মাওলানা শহীদুল্লাহ্, মাও উসমান এর সঞ্চালনায় এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা হেফাজতের সভাপতি মা-ও মুহাম্মদ আলী, হেফাজতের যুগ্মমহাসচিব মাওলানা নাছির উদ্দীন মুনীর,মাও. আজিজুল হক ইসলামাবাদী ও যুগ্ম সম্পাদক মাও. মীর ইদরীস হেফাজতের কেন্দ্রীয় সহ সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজী প্রমুখ।