মোঃ কুতুব উদ্দিন
ঢাকা
প্রতিদিন সকালে হাজারো মানুষ ঢাকা গামী বিভিন্ন পেশার মানুষ খেটে খাওয়া মানুষ ছাত্র ছাত্রী শিক্ষক যাচ্ছেন যে যার অফিস স্কুল কলেজ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গুলিতে,
নারায়ণগঞ্জ হাইওইয়ে সাইনবোর্ড বাস স্ট্যান্ডে ভোগান্তীর শেষ নেই যেনো,সকাল সকাল তারা ড্রাইভার হেল্পার গাড়ি রেখে অন্যেথায় গিয়ে ধুমপান করছেন,যাত্রী নিচ্ছেন না ৫/৭ টা গাড়ি থাকা অবস্থায়ও তারা গাড়ি ছাড়বেন না বলে জানান ঠিকানা গাড়ির ড্রাইভার হেল্পার,
অসংখ্য গাড়ি জমা থাকে,পরিবেশ বা বাস স্ট্যান্ড জ্যাম করবে তারা,হাজারো মানুষ চলাচল এই ঠিকানা বাসে সাইনবোর্ড এ প্রতিদিন হাজারো মানুষ এই ভোগান্তীতে যেনো চরম বিপদে সাধারণ মানুষ,ছাত্র ছাত্রী উঠাতে চান বাসের হেল্পার,
যাত্রীরা জোড় পূর্বক উঠে যাচ্ছে দুই একটা বাস হেল্পার ছাড়াই ভরে যাচ্ছে যাত্রীদের যেতে হবে মূল উদ্দেশ্য,কিন্তু ঠিকানা বাসের ড্রাইভার হেল্পারদের ব্যাপারে যাত্রীদের কাছে জানতে চাইলে যাত্রীরা জানান নানা ধরনের অভিযোগ,ড্রাইভার হেল্পার বাজে আচরণ সহ গাড়িতে ধুমপান করেন এবং ছাত্র ছাত্রী নিতে চান না গাড়িতে,সব মিলিয়ে সাধারণ মানুষেরই এখন আর দুর্ভোগের শেষ নাই যেনো দেশে।