শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন

ফজলে করিম -যে-জু’লু’ম রাউজানে করেছেন তা অন্য কোনো জেলায় হয়নি- আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দাঃবাঃ

মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ বার পড়া হয়েছে

মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি বাংলাদেশের শান্তি প্রিয় মুসলমানকে আল্লাহ রক্ষা করেছেন জালিম শেখ হাসিনা সরকার থেকে। তিনি আরো বলেন, আলেমরা রাউজানে নিরাপদ ছিলনা। আজ সব মাসুষ নিরাপদ আবারো শুকরিয়া রবের দরবারে।ফজলে করিম এমপি আমাদের আলেমদের অনেক কস্ট দিয়েছে। তার বিচার হবে দুনিয়া ও আখিরাতে। তিনি গত ১৭সেপ্টেম্বর (২৪)রবিবার রাতে রাউজান পৌর এলাকার জানালীহাট সংলগ্ন স্কাই ওয়ার্ল্ডে হল রুমে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলা শাখার কাউন্সিল অধিবেশনে প্রধান অথিতির বক্তব্যে রাখেন। উলামা কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড চট্টগ্রামের সভাপতি মাওলানা সেহাবুদ্দিনের সভাপতিত্বে ও কারী মাওলানা শহিদুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।তিনি বলেন রাউজানের “মহারাজ” এমপির কারনে ধর্মীয় সংগঠন হেফাজত ইসলাম ও রাউজানের ত্বরিকত সংগঠন মুনিরীয়া যুব তাবলীগ কমিটির নেতৃবৃন্দ রাউজানে থাকতে পারিনি।আজ জুনু আপনি কোথায়?তিনি বলেন ইউনিয়ন,ওয়ার্ডে হেফাজতের কমিটি গঠন করে এদেশের আলেম ওলামাদের মর্যাদা রক্ষা করতে হবে।বক্তব্যে রাখেন যুগ্ম মহাসচিব ও হাটহাজারী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন মুনির, যুগ্ম মহাসচিব ও আল হুদা মহিলা মাদরাসার পরিচালক মাওলানা মীর ইদ্রীস,হাটহাজারী উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা মুফতি মোহাম্মদ আলী,হেফাজতের কেন্দ্রীয় সহ সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জি, হাটহাজারী উপজেলার হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা ইমরান সিকদার, রাউজানের নবনিযুক্ত উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ হাশেম চৌধুরী, রাউজান উপজেলা হেফাজতের নবনিযুক্ত সভাপতি মাওলানা কে,এম,আলমগীর মাসউদ আরবনগরী, সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম, সিনিয়র সহ সভাপতি মাওলানা ক্বারী শহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা উসমান খলিলাবাদী,অর্থসচিব মাওলানা মুফতি হোছাইন আহমদ আসেম, সিনিয়র সহ সভাপতি মাওলানা হাফেজ ওসমান, যুগ্ম সম্পাদক মাওলানা শাহাদাত হোসেন, বাণিজ্য সম্পাদক মাওলানা সাইফুল্লাহ,যুগ্ম সম্পাদক মহি উদ্দিন, উপদেষ্টা সওদাগর পাড়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল গফুর,ত্রান ও পূর্ণবাসন সম্পাদক মঈনুল ইসলাম চৌধুরী,প্রবাসী কল্যাণ সম্পাদক হাফেজ মোহাম্মদ জাকের হোসেন, মিডিয়া বিষয়ক সম্পাদক আতিকুল্লাহ চৌধুরী, খাদ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ শোয়াইব বিন আনোয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ শোয়াইব আরবনগরী, সহ সভাপতি আব্দুচ্ছমি সাহেব, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মাওলানা জিয়াউর রহমান, আবদুল ছত্তার মেম্বার, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল্লাহ, মাওলানা ওবায়দুল্লাহ আরবনগরী, প্রমুখ।জমিয়তুল উলামা কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড চট্টগ্রামের মহাসচিব ও নবনিযুক্ত সভাপতি মাওলানা কে এম আলমঙ্গীর মাসউদ আরব নগরী বলেন আগামির বাংলাদেশ কওমির বাংলাদেশ,হেফাজতের বাংলাদেশ। জুনু তুমি কই (রাউজানের সাবেক এমপি)১৭বছর আমাদের কন্ঠচেপে ধরেছিলা আজ তোমার কিবস্থা দেশের মানুষ দেখছে।এতে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী রাউজান উপজেলার উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদ ঘোষনা করেন। এতে কন্ঠভোটে কার্যকরি কমিটির সভাপতি নির্বাচিত হন মাওলানা কে এম আলমঙ্গীর মাসউদ আরব নগরী ও সাধারণ সম্পাদক নির্বাচীত হন মাওলানা শফিউল আলম।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ