সাগর আহমেদ জজ,বিশেষ প্রতিনিধিঃ
নেত্রকোণার কলমাকান্দায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এরশাদূর রহমান বিদ্যুতের গুদাম থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে কম্বলসহ সাড়ে ১৭ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী মুন্সিপুর গ্রামের ছাত্রদল সভাপতির গুদামে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে। গুদামে কম্বল ছাড়াও সিগারেটের ফিল্টার মোড়ানো খালি সিগারেট উদ্ধার করা হয়েছে।
বিদ্যুৎ উপজেলার রংছাতি ইউনিয়নের ছাত্রদলের সভাপতি।
এসব মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা উপজেলার সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্পের কমান্ডার মোঃ আসিফ প্রামানিক নুহাস।
স্থানীয় ও সেনা বাহিনীর সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা ক্যাম্প হতে ক্যাপ্টেন মোঃ আসিফ প্রামানিক নুহাস এর নেতৃত্বে (সেনাবাহিনী ও পুলিশের) যৌথ বাহিনী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামে ওই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ এরশাদূর রহমান বিদ্যুতের গুদাম থেকে মোট ৩৩১টি কম্বল (ডাবল -২২১ টি এবং সিংগেল-১১০ টি) ও ১ লাখ ৪০ হাজার পিস সিগারেটের ফিল্টার জব্দ করা হয়। জব্দকৃত কম্বল ও সিগারেটের ফিল্টারের আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৮ হাজার ৫শত টাকা। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুদাম থেকে চুরা কারবারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করতে পারেনি যৌথ বাহিনী।
রংছাতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এরশাদূর রহমান বিদ্যুতের মোবাইল নম্বরটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
নেত্রকোণা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের মেজর জিসানুল হায়দার জানান যৌথ বাহিনীর অভিযানে কলমাকান্দায় রংছাথী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এরশাদুর রহমান বিদ্যুতের মোবাইল নম্বরটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নেত্রকোনা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের মেজর জিসাদুল হায়দার জানান যৌথ বাহিনীর অভিযানে কলমাকান্দার রং ছাতি ইউনিয়নের ছাত্রদলের সভাপতি এরশাদুর রহমান বিদ্যুতের কম্বলসহ সিগারেটের ফিল্টার উদ্ধার কম্বল এবং সিগারেট র ফিল্টার বিজিবির নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়া দিন রয়েছে