আরিফুল ইসলাম
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া ভেড়ামারায় নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার দাবীতে সড়ক অবরোধ করেছে স্থানীয় জনগণ।
আজ ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর,ষোলদাগ টিকটিকি পাড়া ও দশমাইল এলাকার স্থানীয় সাধারণ জনগণ কুষ্টিয়া -পাবনা মহাসড়ক অবরোধ করে।
এসময় উপস্থিত জনসাধারণ ভয়ংকর পদ্মা নদীর ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জোড়ালো দাবী জানান,উল্লেখ্য যে গত কিছুদিন যাবত পদ্মা নদী ভয়ংকর রুপ ধারণ করে এবং ভেড়ামারাসহ মিরপুর এলাকার কিছু জায়গায় ভাঙ্গনের সৃষ্টি হয় এতে উক্ত এলাকাগুলোর সাধারণ জংগণ ঝুঁকিতে পড়ে, প্রতিনিয়তই তাদের নির্ঘুম রাত্রী কাটাতে হয়,যে কোন সময় ঝুঁকিতে থাকা এলাকাগুলো পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এ ব্যপারে দ্রুতই পদক্ষেপ না নেয়া হলে সাধারণ জংগণ হারাতে পারে তাদের আবাসস্থল।
সড়ক অবরোধ চলাকালীন সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আকাশ কুমার কুন্ডু ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি সাভাবিক করেন, তিনি জানান নিজ উদ্দ্যেগে পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর লিখিতভাবে অভিযোগ দিয়ে বিষয়টি দ্রুত সুরাহা করবেন।
তার দেয়া আশ্বাসে সাধারণ জনগণ অবরোধ তুলে নেয় এবং যান চলাচল সাভাবিক হয়।
পরবর্তীতে তিনি উপস্থিত সাধারণ জনগনকে নিয়ে ক্ষতিগ্রস্ত ও ভাংগনপ্রবণ এলাকাটি পরিদশন করেন।