সড়কের পাশে আমগাছ
ঢাল ভাঙে জোরে হাওয়ায়,
সহিত ছিল আম
ঝড় সাঙ্গে খুজে পাই নাই।
পেয়েছে প্রতিবেশী
করেনি চিন্তা হল অন্যের ক্ষতি।
কতজনের চালের টিন ওরে গেল ঝড়ে
তাহা নিয়ে স্বার্থপরের দল আপন পকেট ভরে।
হেরে জনগনের ক্ষতি সরকার দিল ত্রাণ
তাহা জুটে, যাদের রহিয়াছে ইটের দালান।
মোদেরও ঘরের তিনপাশের বেড়া যায় খুলি
আর পায়খানার টিন করি খোঁজাখোঁজি।
সরকারের কিছু আশা করিনি।
বিপদের দিনে কেউ রহে না পাশে!
সকলে স্বার্থ হেরে স্বার্থের তালাশে।
তাইতো মেম্বার কহিলো, জসি
পেতে চাও টাকা যদি
মোর সহিত করো চুক্তি।
জসি কহিলো কি করিব চুক্তি
মোর ঘর ভেঙে হয়েছে ক্ষতি।
কহিলো মেম্বার তাই চেক দেব দুটি,
দিতে হবে মোরে একটি।
জসি নিরুপায় পেতে হলে দিতে হবে
নাহলে ক্ষতিপূরণ করিবে কিভাবে ?
মন তার দুটানা ফিরে কহে
আজকালের মেম্বার খুলেছে চেম্বার,
নিতে হলে সেবা, দিতে হবে খেতা।
-জাবির আহম্মেদ জিহাদ