1. admin@alorbangladesh.com : Alor Bangladesh : Dainnik alor Bangladesh
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন

গাজীপুরের কালিগঞ্জে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত -৫ ও আহত -১

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩ বার পড়া হয়েছে

সুরুজ্জামান রাসেল
গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিগঞ্জের দেওপাড়ায় টংঙ্গী টু পাঁচদোনা বাইপাস রাস্তায় ১৪ সেপ্টেম্বর রাত ১১ টার সময় কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হলে এতে ঘটনাস্থলে একই পরিবারের তিনজন সহ পাঁচজন নিহত হন এবং সিএনজি অটোরিক্সার ড্রাইভার গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

এই দূর্ঘটনায়
নিহতর স্বজনদের ও স্থানীয়দেন নিকট থেকে জানা যায়, সিএনজি অটো রিক্সা চালক তমিজ উদ্দিন (৪০) পিতা:জনাব আলী, গ্রাম ফুলদি, থানা কালিগঞ্জ, টঙ্গী থেকে পাঁচদোনা যাওয়ার সময় কালিগঞ্জ দেওপাড়া বাইপাস রাস্তায় আসার পর বিপরীত দিক থেকে আসা কালীগঞ্জে অবস্থিত আর,এফ,এল কোম্পানির, ঢাকা মেট্রো -উ ১২ -৪০ ৭৭ সৌদিয়া পরিবহন এর একটি কাভার্ডভ্যান অটোরিক্সার ধাক্কাদিলে এ দূর্ঘটনাটি ঘটে বলে জানান। এবং ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটির চালক পালিয়ে যায়। ঘটনাস্থলে অটো রিক্সাটি ছিন্ন ভিন্ন হয়ে যায়।

অটো রিকশায় থাকা নিহত যাত্রীরা হলেন,
নরসিংদী জেলার শিবপুর থানার বাসার ইউনিয়নের আকরাসাল গ্রামের মোহাম্মদ আলী (৪৫)পিতা; আব্দুর রহমান এবং তার মাতা রাবেয়া বেগম(৬০) ও ছেলে আমানউল্লাহ ( ৬)সহ আরও যারা নিহত হন তারা হল,
মাধবদীর বার্জার ফসরুক লিমিটেড এর অপারেটার অমল কর্মকার (৩৫), নরসিংদী জেলার ভেলানগর কাদের মোল্লা আদুরী গার্মেন্টসের কর্মরত সাতক্ষীরা জেলার নাজমুল (২৭) নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি টিম ও কালিগঞ্জ থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পাঁচ জনের মরদেহ কালিগঞ্জ থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন বলেন ঘটনায় খবর পাওয়ার সাথে সাথে আমি থানা থেকে একজন এস, আই, এর সাথে পুলিশ ফোর্স পাঠাই। তারা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেন এবং রাস্তার যানজট কিলার করে গাড়ি চলাচলের ব্যবস্থা করেন। নিহত হওয়া ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে। তাদের পরিবার ও আত্মীয়-স্বজন থানা এসেছে আইনি ব্যবস্থা শেষ করে তাদের পরিবারের কাছে লাস হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD